কম্পিউটার ভাইরাস কিভাবে প্রতিরোধ করবেন?
কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায় জানার আগে আমাদের কম্পিউটার ভাইরাস কি, এর কাজ সম্পর্কে জানা বা ধারনা থাকা প্রয়োজন। কম্পিউটার ভাইরাস হলো এক ধরণের ক্ষতিকারক প্রোগ্রাম। যারা ভাইরাস প্রোগ্রাম তৈরি করে তারা মুলত গবেষণা করা, মজা করা বা বিভিন্ন অসৎ উদ্দেশ্য যেমন কোন তথ্য চুরি, তথ্য নষ্ঠ করা, তথ্য মুছে ফেলা ইত্যাদি অসৎ কাজে ব্যবহার করার জন্য তৈরি করে থাকে। তাছাড়া এটি একটি কম্পিউটারের স্বাভাবিক কাজের ক্ষমতা নষ্ট করে দেয়। আমরা যদি আমাদের কম্পিউটার নিয়ে নিশ্চিত থাকি বা রক্ষা করতে চাই অবশ্যই আমাদের কম্পিউটার ভাইরাস থেকে বাঁচার জন্য কিছু সতর্কতা অনুসরণ করতে হবে।
কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়ঃ
১। এন্টিভাইরাস ব্যবহার করাঃ
প্রথম পর্যায়ে আপনার কম্পিউটারে একটি ভালো এন্টিভাইরাস সফটওয়্যার থাকা প্রয়োজন যেটি আপনাকে সব চেয়ে বেশি সাহায্য করবে যদি হুট করে কোন ভাইরাস আপনার কম্পিউটারে ঢুকে। কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কম্পিউটারে ভাইরাস বেশি প্রবেশ করে। এজন্য আপনার কম্পিউটারে ইন্টারনেট চালাতে হলে এন্টি ভাইরাস ব্যবহার করা দরকার। এন্টি ভাইরাস হলো কম্পিউটার ভাইরাস থেকে সার্বিকভাবে মুক্তির একমাত্র অবলম্বন। আপনি ফ্রী এন্টি ভাইরাস ব্যবহার করতে পারেন আবার এন্টি ভাইরাস কিনেও ব্যবহার করতে পারবেন।
২। ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করার সময় সর্তক থাকাঃ
যেহেতু ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কম্পিউটারে ভাইরাস বেশি প্রবেশ করে সেহেতু আমদের উচিৎ ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করার সময় সর্তক থাকা। ইন্টারনেট থেকে আমরা ভিডিও-অডিও গান, মুভি, গেমস বা অন্যান্য ফাইল ডাউনলোড করে থাকি যার ফলেও অনেক সময় আমাদের কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে পারে। তাই আমদের উচিৎ অচেনা কোন ওয়েবসাইট থেকে কোন কিছু ডাউনলোড না করা।
৩। সফটওয়্যার ডাউনলোডের ক্ষেত্রেঃ
সাধারণত আমরা সবাই ফ্রী সফটওয়্যার ব্যবহার করি। আর তার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে না জেনে সফটওয়্যার ডাউনলোড করে থাকি যার মধ্যে অনেক নিষ্ক্রিয় ভাইরাস থাকে। যা সফটওয়্যার ইনস্টলের সাথে সাথে একটিভ হয়ে যায় ফলে কম্পিউটারের ক্ষতি হয়। তাই কোন সফটওয়্যার ডাউনলোডের আগে আমাদের কিছু নির্ভরযোগ্য সাইট খুঁজে বের করা উচিৎ যেখানে ভাইরাস থাকে না।
৪। অপ্রয়োজনীয় লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকাঃ
অনেক সময় আমরা ফেসবুকে থাকা বিভিন্ন লিংকে ক্লিক করি যা একদমই ঠিক না। কেননা লিংকে প্রবেশ করার কারণে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে অপ্রয়োজনীয় লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকাটাই ভাল। তাছাড়া উলটা পালটা সাইট না ঘাটা, কারো পেনড্রাইভ বা হার্ড ড্রাইভ পিসিতে না ঢুকানো, দোকান বা কোন প্রতিষ্ঠান থেকে ফাইল নেওয়ার ক্ষেত্রে তা গুগুল ড্রাইভে নেওয়া বা মেইলে নেওয়া, কোন ফাইল যদি স্পাম দেখায় তাহলে ডাউনলোড না করে গুগল শিটে ওপেন করা, উলটা পালটা সফটওয়্যার ব্যবহার না করা, দরকার ছাড়া কিছুই ইন্সটল না করা। যদি ১০০% সিকিউর থাকতে চান তবে শুধু এন্টিভাইরাসে কাজ হবে না, উপরোক্ত জিনিসগুলোর দিকেও খেয়াল রাখতে হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.