পাওয়ার ব্যাংক
দূরের পথ। স্মার্টফোন ব্যবহার করছেন। নিয়মিত একটু পরপর ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেইল—সবকিছুতে ঢুঁ মারছেন। ফোনের চার্জও শেষের পথে। মোবাইল ফোনের সঙ্গী হিসেবে পাওয়ার ব্যাংক আছে তো? বাজারে স্মার্টফোন বা ট্যাবলেটের জন্য বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক পাওয়া যায়। জেনে নিন মডেল ও দরদাম।
টিপি লিংক
মডেল: টিএল–পিবি১০৪০০
ব্যাটারি: ১০৪০০ মিলিঅ্যাম্পিয়ার
দাম: ১ হাজার ৯৪০ টাকা।
রিমাক্স
মডেল: আরপিপি–৭৮
ব্যাটারি: ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার
দাম: ১ হাজার ৫০ টাকা।
মডেল: আরপিপি–১২
ব্যাটারি কাপাসিটি: ১০০০০ মিলিঅ্যাম্পিয়ার
দাম: ২ হাজার টাকা।
এমআই
মডেল: ভিএক্সএন৪০৯৬জিএল
ব্যাটারি: ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার
দাম: ৯৫০ টাকা।
হুয়াওয়ে
মডেল: এপি০০৭
ব্যাটারি: ১৩০০০ মিলিঅ্যাম্পিয়ার
দাম: ১ হাজার ৭৬০ টাকা।
এডেটা
মডেল: পি১০০৫০
ব্যাটারি: ১০০৫০ মিলিঅ্যাম্পিয়ার
দাম: ১ হাজার ২৫০ টাকা।
র্যাপো
মডেল: পি৩০০
ব্যাটারি: ১০৪০০ মিলিঅ্যাম্পিয়ার
দাম: ১ হাজার ৭৩০ টাকা।
জেনে রাখা ভালো
পাওয়ার ব্যাংক দিয়ে স্মার্টফোন, ট্যাবলেট, আইপড, এমপি থ্রি প্লেয়ারসহ নানা যন্ত্রের ব্যাটারি ডিভাইস চার্জ করা যায়। ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে ইউএসবি কেব্ল দিয়ে পুরোপুরি চার্জ করে নেওয়া যায় পাওয়ার ব্যাংক। সম্পূর্ণ চার্জ দিলে এটির সাহায্যে স্মার্টফোনে চার থেকে পাঁচবার চার্জ করা যায়। তবে মডেল অনুযায়ী বিভিন্নতা রয়েছে কার্যক্ষমতার।
● পাওয়ার ব্যাংক কেনার আগে এর ওয়ারেন্টি আছে কি না দেখে নিন।
● কম দামে বেশি ক্ষমতার পাওয়ার ব্যাংক কেনার আগে সতর্ক থাকুন।
● বাজারে এখন নকল পাওয়ার ব্যাংক পাওয়া যায়। ই-কমার্স সাইট থেকে পাওয়ার ব্যাংক কেনার আগে সতর্ক থাকুন।
● পাওয়ার ব্যাংকের বড় সমস্যা হলো ‘অ্যাম্পিয়ার’ ঠিক না থাকা। পণ্যটি রিফার্বিশড কি না দেখে নিন।
● ফোনের ব্যাটারির চেয়ে বেশি ক্ষমতার পাওয়ার ব্যাংক কিনুন। রাহিতুল ইসলাম