সাউন্ড বক্স ও স্পিকার
গান শুনতে কে না ভালোবাসে? একটা চমৎকার গান মুহূর্তেই আপনার মুড ভালো করে দিতে পারে। আবার আমরা অনেকেই সিনেমা দেখতে পছন্দ করি। সেরা সাউন্ড সিস্টেম না থাকলে মুভি হোক কিংবা খেলা- সব কিছুর জন্যই কম্পিউটারের সাথে একটি ভালো স্পিকার থাকতে হয়। ভালো লাউড স্পিকার থাকলে গান শোনা, মুভি দেখা, খেলা দেখাটা হয় আরো বেশি উপভোগ্য ও আরামদায়ক। তাই আপনি যদি গান শোনার জন্য স্পিকার কেনার কথা ভেবে থাকেন, তবে আজই সেরা দামে বেছে নিতে পারেন বিভিন্ন ধরনের স্পিকার।
দীর্ঘ দিন সাউন্ড বক্স ও স্পিকার ভালো রাখার জন্য যা করবেন
প্রায়ই দেখা যায় আমাদের শখের স্পিকারটি খুব তাড়াতাড়িই নষ্ট হয়ে যায়। স্পিকার ভালো রাখতে হলে নিয়মিত এর নিতে হবে। স্পিকার কেনার আগে ও পরে একটু সচেতন থাকলেই তাড়াতাড়ি স্পিকার নষ্ট হওয়াটা ঠেকানো যায়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক স্পিকারের যত্ন নেয়ার উপায়গুলো-
- অন্যান্য ইলেকট্রিক পণ্যের মতো স্পিকারের প্রধান শত্রু হচ্ছে ধুলোবালি। ধুলো জমে আপনার পছন্দের স্পিকারটি অকেজো হয়ে যেতে পারে। তাই স্পিকারটিকে এমন জায়গায় রাখুন যেখানে তুলনামূলকভাবে কম ধুলোবালি যায়।
- স্পিকারকে নিয়মিত পরিষ্কার রাখুন। প্রতিদিন অন্তত একবার করে পাতলা কাপড় দিয়ে স্পিকারটি মুছে ফেলুন। তবে খেয়াল রাখবেন কাপড়টি যেন শুকনো হয়। আপনি ব্লোয়ার দিয়ে ব্লো করেও স্পিকারকে পরিষ্কার করতে পারবেন।
- স্পিকারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ভালো মাল্টিপ্লাগ ব্যবহার করুন। ত্রুটিপূর্ন মাল্টিপ্লাগ ব্যবহার করলে স্পিকারের উপরও এর বাজে প্রভাব পড়বে আর নষ্ট হয়ে পড়তে পারে আপনার স্পিকারটি।
- স্পিকারকে কাঠ বা অন্য যেকোন অচুম্বকীয় পরিবেশে রাখতে হবে। এমন কোনো ধাতব কাঠামোর ভেতরে রাখা উচিৎ না যেখানে চুম্বকক্ষেত্র কাজ করে। তাছাড়া একে কোনো চুম্বক ক্ষেত্রের কাছাকাছি রাখা উচিৎ না। এতে এর মাঝে থাকা ইলেকট্রোম্যাগনেট নষ্ট হয়ে যাবে।
- স্পিকারকে সরাসরি সূর্যালোক পড়ে এমন কোনো স্থানে রাখা উচিৎ না। বরং এমন স্থানে রাখা দরকার যেখানে একটি যেখানে এটি তুলনামূলক ঠান্ডা থাকে। তাই. স্পিকারকে যথেষ্ট আলো-বাতাস পাওয়া যায় এমন স্থানে রাখতে হবে।